Title
দীঘিনালায় নানা আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
Details
খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে একুশে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার দিবসের প্রথম প্রহরে দীঘিনালা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় রাজনৈতিক দল আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, আঞ্চলিক রাজনৈতিক দল, বিভিন্ন এনজিও সংস্থা, সামাজিক সংগঠনসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা ইউনিট। এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় প্রভাত ফেরী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফজলুল জাহিদ পাভেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, জাবারাং কল্যান সমিতির ম্যানেজার বিদ্যুৎ জ্যোতি চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমা প্রমূখ। এর আগে প্রভাত ফেরীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা ইউনিটের সদস্যরা অংশ নেন।