ক্রমিক | নাম | অবস্থান | কর্মকান্ড | প্রধানের নাম | ফোন/মোবাইল |
০১ | জাবারাং কল্যাণ সমিতি | দীঘিনালা। | প্রকল্প এলাকায় গুণগত ও একিভূত শিক্ষা অর্জনের লক্ষ্যে মাতৃভাষা ভিত্তিক বহুবাষিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম ও প্রকল্প এলাকায় সিদ্ধান্ত গ্রহণে পারিবারিক সামাজিক ও বৃহত্তর পর্যায়ে শিশুর অংশ গ্রহণ সুনিশ্চিত করা। | বিদ্যুত জ্যোতি চাকমা | ০১৫৫৬ ৫৬৮৯৯২ |
০২ | সিডিপি | দীঘিনালা। | জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান, আর্থ সামাজিক অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ইত্যাদি। |
|
|
০৩ | ব্র্যাক | দীঘিনালা। | ১. শিক্ষা- ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা প্রদান, ২. প্রাকঃ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা এবং পরবর্তীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো। ৩. মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান, ৪. গ্রামের গর্ভবতি মহিলাদের প্রাথমিক পরিচর্যা করা। ৫. টিবি এবং ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করা হয় এবং প্রাপ্ত রোগীদের চিকিৎসা প্রদান করা হয়। ৬. গ্রামের দরিদ্র মহিলাদের ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়। | হুমায়ুন কবির | ০১৭১৫ ২৮৮৬০০ |
০৪ | তৃণমূল উন্নয়ন সংস্থা | দীঘিনালা। | পাড়া উন্নয়ন কমিটি গঠন, মৎস্য চাষ, কৃষি জমি চাষ, আদা, হলুদ চাষ, বনায়ন, মিশ্র ফলজ বাগান, গবাদি পশু, স্যানিটেশন, নলকুপ, পাওয়ার টিলা, রিক্সা, টেইলারিং প্রশিক্ষণ, মাশরুম প্রশিক্ষণ, সেচ নালা নির্মাণ, পাম্প মেশিন সরবরাহ, বেল্ট প্রেকটিস ব্যবহার, ইউপি মাসিক সমন্বয় সভা, উপজেলা ত্রৈমাসিক সমন্বয় সভা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন। ইউএনএফসি গঠন, পাড়া উন্নয়ন কমিটি গঠন, সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণ প্রদান, প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার। নিরাপদ খাবার পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা, ইউনিয়ন পরিষদে মাসিক সমন্বয় সভা, ত্রৈমাসিক সমন্বয় সভা ইত্যাদি। | রিপন চাকমা | |
০৫ | আলাম | দীঘিনালা। | শিক্ষা কার্যক্রম, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, বেকার মহিলাদের ও কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি করা, আদিবাসীদের ও ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষা উন্নয়ন, সংরক্ষণ ও প্রচার এবং মাশরুম চাষ কার্যক্রম। পানছড়ি ও লক্ষিছড়ি উপজেলার দুর্গম এলাকায় ৫টি করে মোট ১০টি মোবাইল ক্লিনিক পরিচালনা। |
|
|
০৬ | আনন্দ | দীঘিনালা। | শিশুদের স্কুল মুখি করণ। ঋণ কার্যক্রম ও ঋণ ব্যবহারের জন্য প্রশিক্ষণ। |
| ০১৭১৩০৭৮০১৫ |
০৭ | কাবিদাং | দীঘিনালা। |
| লালসা চাকমা |
|
০৮ | সিসিডি আর | দীঘিনালা। | দারিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি। জ্বালানী সাশ্রয় ও পরিবেশের ভারসাম্য রক্ষা। |
|
|
০৯ | এসিসটেন্স ফর দি লাইভলিহুড অফ দি অরিজি (আলো) | দীঘিনালা। | মাদক ও যৌতুক বিরোধী কার্যক্রম আপাতত নেই। তবে ভবিষ্যতে এ ধরণের কর্মসূচি হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে। | অরুন কান্তি চাকমা | ০১৫৫৬৬৪৮১৭২ |
১০ | দি লেপ্রসী মিশন-ইন্টারন্যাশনাল | দীঘিনালা। | কুষ্ঠূ রোগী সনাক্তকরণ, রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান। |
|
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS